প্রকাশিত: Sun, May 12, 2024 12:07 PM
আপডেট: Fri, May 9, 2025 7:38 AM

[১] ইসরায়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেই আরব আমিরাতের বিশাল বিনিয়োগ, দক্ষিণ আফ্রিকার প্রত্যাখ্যান

রাশিদুল ইসলাম: [২] সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিতে দক্ষিণ আফ্রিকায় বিশাল বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা তেল শোধনাগারে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তার কোর্ট অফ জাস্টিস মামলাটি বাতিল করতে দক্ষিণ আফ্রিকাকে রাজি করাতে চেয়েছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা তাতে কোনো সাড়া দেয়নি। সূত্র: আমিরাতলিকস ডটকম

[৩] এমনকি আমিরাতের কর্মকর্তারা দুই দেশের মধ্যে বিভিন্ন অর্থনৈতিক সম্পর্ক চালুসহ দক্ষিণ আফ্রিকায় তাদের প্রতিপক্ষকে গোপনে বিভিন্ন প্রলোভন দেওয়ার জন্য সপ্তাহ ধরে চেষ্টা তদ্বির করেন। 

[৪] দক্ষিণ আফ্রিকার কাছে আমিরাতের একমাত্র অনুরোধ ছিল ইসরায়েলের বিরুদ্ধে মামলা করা থেকে প্রত্যাহার করা বা অন্ততপক্ষে বিচার আদালতে ফাইলে অন্তর্ভুক্ত গণহত্যার অভিযোগের তীব্রতা কমানো।

[৫] দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করার পরে, আন্তর্জাতিক বিচার আদালতে বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার এবং আমিরাতের প্রস্তাব উপেক্ষা করার পর এ ব্যর্থতার আবুধাবিতে চরম হতাশা দেখা দিয়েছে। সম্পাদনা: এম খান